ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের দ্বিতীয় জানাজা ঢাকা রির্পোটার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) বেলা ২টা ৩৫ মিনিটে জানাজা অনুষ্ঠিত এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
এর আগে দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সরকারের মন্ত্রী, সাংবাদিক, রাজনীতিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক।
গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক সর্বশেষ দৈনিক আজকের পত্রিকায় প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে দৈনিক কালেরকণ্ঠের উপ-সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এছাড়া বিভিন্ন সময়ে দৈনিক সমকাল, যুগান্তর, সংবাদসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন ফারুক।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসইউজে/বিএস
** সাংবাদিক ফারুকের মৃত্যুতে খালেদার শোক
** প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক ফারুকের জানাজা সম্পন্ন
** ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক ফারুকের জানাজা দুপুরে