ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ফারুকের মৃত্যুতে ডিআরইউ’র ৩ দিনের কর্মসূচি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
সাংবাদিক ফারুকের মৃত্যুতে ডিআরইউ’র ৩ দিনের কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুর ঘটনায় তিন দিনের কর্মসূচি দিয়েছে ঢাকা রিপোর্টস ইউনিটি (ডিআরইউ)।

রোববার (১৩ ডিসেম্বর) ‍দুপুর পৌনে ৩ টায় জানাজার আগে এ কর্মসূচি ঘোষণা করা হয়।



ডিআরইউ সভাপতি জামাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এবং জড়িত ট্রাক চালকের শাস্তির দাবিতে সোমবার (১৪ ডিসেম্বর) বিক্ষোভ এবং মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।

জানাজায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীও অংশ নেন।

সাংবাদিকদের তিনি বলেন, দেশে জবাবদিহিতার অভাবে বিভিন্ন ধরনের অরাজকতা ঘটছে। দেশে কোনো কিছুরই জবাবদিহিতা নেই।

দ্বিতীয় জানাজা শেষে নিহতের মরদেহ দাফনের জন্য রাজধানীর আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়।

এর আগে শনিবার দিনগত রাতে রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এজেডএস/ওএইচ/এমএ

** সাংবাদিক ফারুকের দ্বিতীয় জানাজা সম্পন্ন
** সাংবাদিক ফারুকের মৃত্যুতে খালেদার শোক
** প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক ফারুকের জানাজা সম্পন্ন
** ডিআরইউ প্রাঙ্গণে সাংবাদিক ফারুকের জানাজা দুপ‍ুরে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।