ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে রাজাকার শের আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ফরিদপুরে রাজাকার শের আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: একাত্তরের রাজাকার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহাদুর খানের ছেলে শের আলী খানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাড়ুকদিয়া বাজারে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাড়ুকদিয়া স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম খান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানিফ মোল্যা, মহিলা নেত্রী রিক্তা রানী বোস, উপজেলা যুবলীগ নেতা মো. কামাল মাতুব্বার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরুণ কুমার সরকার, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. ইব্রাহীম মোল্যা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ওহিদ, যুবলীগ নেতা কানাই মোল্যা প্রমুখ।

১৯৭১ সালে মহাম মুক্তিযুদ্ধ চলাকালে শের আলী খানের নানা অপকর্ম ও নারী নির্যাতনের কথা উল্লেখ করে বক্তারা দ্রুত শের আলী খানকে গ্রেফতার এবং রাজাকারের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।