ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

খাগড়াছড়িতে মেয়র প্রার্থী রফিকুলকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
খাগড়াছড়িতে মেয়র প্রার্থী রফিকুলকে শোকজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলমকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার।
 
রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে ২৪ ঘণ্টার সময় দিয়ে তাকে শোকজ করা হয়।


 
খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন জানান, প্রার্থী রফিকুল নির্দিষ্ট সময়ের আগে শহরে শোডাউন করেছেন। এ বিষয়ে ২৪ ঘণ্টা সময় দিয়ে তাকে জবাব দিতে বলা হয়েছে।
 
সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান জানান, বিভিন্ন ব্যক্তির অভিযোগ ও প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তাকে শোকজ করা হয়।
 
এদিকে, বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু গণসংযোগে বাধা, হুমকি ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলমের বিরুদ্ধে।  
 
খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেনের কাছে তিনি এ অভিযোগ করেন।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫     
এমজেড

** খাগড়াছড়িতে বাংলানিউজের সাংবাদিককে হত্যার হুমকি মেয়রের
** আচরণবিধি লঙ্ঘন করে স্বতন্ত্র প্রার্থীর শোডাউন


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।