ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইসকন মন্দিরে বোমা হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ইসকন মন্দিরে বোমা হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

ময়মনসিংহ: দিনাজপুরের ইসকন মন্দিরে বোমা হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ চরজেলখানা ইসকন মন্দির।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর ঐতিহাসিক ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহা, সাবেক সিভিল সার্জন ডা. রাজ গোপাল বসাক, ইঞ্জিনিয়ার শাহাজাদা হোসেন, সুব্রত রায়, অনন্ত সরকার, নরেন্দ্র কুমার ঘোষ, ময়মনসিংহ ইসকন’র সাধারণ সম্পাদক অকিঞ্চন গৌর দাস ব্রহ্মচারী প্রমুখ।

অপরাধ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চি‎হ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, ইসকন মন্দিরসহ বাংলাদেশের সব মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মন্দির কমিটির পক্ষ থেকে মন্দিরের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।