ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে কর্মসূচিতে অংশ নিতে হলে এমপি-মন্ত্রীসহ সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি নিতে হবে। পৌর নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছে ইসি।
ইসির উপ-সচিব সামসুল আলম বাংলানিউজকে বলেন, যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে সেসব পৌরসভায় অনুমতি ব্যতিত সরকারি সুবিধাভোগীরা কোনো রাষ্ট্রীয় কর্মসূচিতেও অংশ নিতে পারবেন না। সোমবার (১৪ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।
তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে যেতে তাদের বাধা নেই। তবে নির্বাচনী এলাকায় কর্মসূচি হলে অনুমতি নিয়েই যেতে হবে।
পৌরসভা নির্বাচনের আচরণ বিধিমালায় সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তির সংজ্ঞায়- প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাদের সমমর্যদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি করপোরেশনের মেয়রকে বুঝিয়েছে ইসি। এসব সুবিধাভোগীরা নির্বাচনী এলাকায় প্রচারণায় যেতে পারবেন না।
রাষ্ট্রীয় কর্মসূচির নামে যেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচারণায় অংশ নিতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করতেই অনুমতির বিষয়টি সামনে এসেছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।
এদিকে, উপ-সচিব সামসুল আলম আরও জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবি দিবসের কর্মসূচিতে অংশ নিতে হলেও সরকারি সুবিধাভোগীদের অনুমতি নিতে হবে। ইতোমধ্যে ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমান বিজয় দিবসের কর্মসূচিতে যেতে নিজে থেকেই ইসির অনুমতি চেয়েছেন।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ইইউডি/আরএইচ