ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ৯২১, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী ৯২১, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৭

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার শেষে মেয়র পদে মোট প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছে ৯২১ জনে। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন।



মাঠ পর্যায় থেকে পাঠানো তথ্য সমন্বয় করে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব জেসমিন টুলী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোররাত সোয়া চারটায় তিনি বলেন, এখন পর্যন্ত কেবল মেয়র পদের মোট সংখ্যাগত হিসাব করা হয়েছে। এ পর্যায়ে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ২৩৩ জন, আর বিএনপির ২১৯ জন। এছাড়া জাতীয় পার্টির ৭৩ জনসহ অন্যান্য দল মিলিয়ে মোট ৯২১ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১৬২ জন বৈধ প্রার্থী। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থী।

জেসমিন টুলী বলেন, যে সাত প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তাদের সোমবার নির্বাচিত ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা। এরা সবাই আওয়ামী লীগের প্রার্থী।

এছাড়া এ পর্যন্ত কাউন্সিলর পদের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা সমন্বয় করা হয়নি বলেও জানান জেসমিন টুলী।

ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন জানান, মেয়র পদে মোট ১ হাজার ২১৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯২১ জন।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ৩ হাজার ৫৫৮টি ভোটকেন্দ্রে প্রায় ৭২ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ০৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ইইউডি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।