ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী সোমবার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

চাঁপাইনবাবগঞ্জ: আজ সোমবার, ১৪ ডিসেম্বর। শহীদ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী।



এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচরে সড়ক ভবন চত্বরে নির্মিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং জেলা সেক্টর কমান্ডার্স ফোরাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

এছাড়া শহীদ জাহাঙ্গীরের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়াও সোনামসজিদ চত্বরে শহীদ জাহাঙ্গীরের মাজারে পুস্পার্ঘ্য অর্পণ, মাজার জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এরপর সোনামসজিদ জিরো পয়েন্টে অবস্থিত বালিয়াদিঘী গণকবরে স্থানীয় প্রশাসন, জেলা ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি গ্রহণ করেছে।

১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরবর্তী গ্রাম রেহাইচর এলাকায় শত্র“ বাহিনীর একটি গুলি লাগে বীরশ্রেষ্ঠে জাহাঙ্গীরের কপালে। মাটিতে লুটিয়ে পড়েন বাংলার এই বীর সন্তান এবং সেখানেই শাহাদতবরণ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।