ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাপাসিয়ায় ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
কাপাসিয়ায় ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে।
 
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন হক বিষয়টি জানান।



তিনি বলেন, রোববার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মৃত তাজউদ্দীনের বাড়িতে হানা দেয় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল। এ সময় ডাকাতরা তাজউদ্দীনের ছেলে ওয়াহিদের বসত ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমারি থেকে ১০/১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা লুটে নেয়।

পরে খবর পেয়ে পুলিশ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, থানায় প্রয়োজনের তুলনায় জনবল কম। তাই চুরি-ডাকাতিসহ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাকে খুব বেগ পেতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জনবল বাড়ানোর জন্য একাধিকবার আবেদন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।