ঢাকা: জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনের দেওয়া তথ্য কোনো কাজে আসেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি। তিনি বলেন, তাদের তথ্য সুনির্দিষ্ট নয়।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিদেশি দুই নাগরিক হত্যা ও সন্ত্রাস নির্মূলে বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা বাংলাদেশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চেয়েছিলেন। বিভিন্ন দেশ থেকে আসা কূটনীতিকরাও তথ্য দিয়ে সহযোগিতা করতে চান।
যুক্তরাজ্যের দেওয়া তথ্যের বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের দেওয়া কোনো তথ্য জঙ্গি ও সন্ত্রাস দমনে কোনো কাজে আসেনি। তাদের দেওয়া তথ্য সঠিক নয়।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএমএ/বিএস/এএসআর