ঢাকা: আসামিদের আটকের পর তিনদিন হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর খিলগাঁও থানার এক উপ-পরিদর্শককে (এসআই) তলব করেছেন হাইকোর্ট।
আগামী ১২ জানুয়ারি এসআই রইস উদ্দিনকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া বশির উল্লাহ নামে এক আসামিকে কেন জামিন দেওয়া হবে না- এ মর্মে ৩ সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট।
আদালত সূত্র জানায়, গত ১৪ সেপ্টেম্বর এক হাজার পিস ইয়াবাসহ মোস্তাফিজ ও আলমগীর নামে দু’জনকে আটক করে খিলগাঁও থানা পুলিশ। পরে তাদের তথ্য অনুযায়ী চট্টগ্রাম থেকে শুকুর হাজী, নিজাম উদ্দিন, বশির উল্লাহ, সালাম, আফসার, শওকত ও সাদ্দামকে আটক করা হয়।
এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১৬ সেপ্টেম্বর কুমিল্লায় অভিযানে যায় পুলিশ। সেখান থেকে ফিরে ১৭ সেপ্টেম্বর আটককৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা করা হয়।
ওই মামলার আসামি বশির উল্লাহ হাইকোর্টে জামিন আবেদন করলে তাদের তিনদিন পুলিশ হেফাজতে রাখার বিষয়টি প্রকাশ হয়।
আদালতে বশির উল্লাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কামাল হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
পরে মনিরুজ্জামান কবির সাংবাদিকদের জানান, সাধারণত আটকের ২৪ ঘণ্টার মধ্যে আটককৃতদের আদালতে হাজির করতে হয়। আসামিপক্ষের আইনজীবীদের শুনানিতে এ বিষয়টি উঠে আসার পর আদালত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে তলব করেছেন।
পাশাপাশি আসামি বশির উল্লাহকে কেন জামিন দেওয়া হবে না- এ মর্মে ৩ সপ্তাহের রুল জারি করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর/এএসআর