নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পঞ্চবটিতে এক পুলিশ সদস্য ও ট্রাক স্ট্যান্ডের শ্রমিককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ১২ জন আহত হয়েছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে ফতুল্লা মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা, এসআই কাদির, কনস্টেবল আজাদ এবং শ্রমিক আলামিন, জাকির, এনায়েত, হাসানসহ আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এছাড়া আবদুর রহিম ও ফারুক হোসেন নামে দুই শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে জেলা ট্রাক, ট্যাংক, লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আমিনুল ইসলাম দুপুর ২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে পঞ্চবটি যাচ্ছিলেন। পথে ওই অটোরিকশায় ওঠেন কনস্টেবল আজাদ।
এ সময় বসা নিয়ে আজাদ ও আমিনুলের মধ্যে তর্কাতর্কি হয়। পরে আমিনুলকে মারধর করে আজাদ। এ খবর পঞ্চবটি এলাকায় ছড়িয়ে পড়লে ট্রাক স্ট্যান্ডের শ্রমিকেরা জড়ো হয়। পরে অটোরিকশাটি স্ট্যান্ডে পৌঁছালে আজাদকে মারধর করেন শ্রমিকরা।
খবর পেয়ে পুলিশ আসলে শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ১২ জন আহত হন।
জানতে চাইলে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর