রাজশাহী: রাজশাহীর ১৩টি পৌরসভা নির্বাচনে ৬৫৮ জন মেয়র ও কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এদিকে প্রতীক হাতে পেয়েই নির্বাচনী প্রচারণায় মেতে ওঠেন প্রার্থী ও সমর্থকরা। বর্তমানে ১৩ পৌরসভার বিভিন্ন এলাকায় চলছে প্রতীক নিয়ে প্রচারণা।
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানান, ৫১ জন মেয়র প্রার্থী এবং ৪৬৮ জন সাধারণ কাউন্সিলর ও ১৩৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার ৯ উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
তিনি জানান, মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপির মনোনীতদের ধানের শীষ, আওয়ামী লীগের নৌকা, জাপা প্রার্থীদের লাঙ্গল এবং জাসদ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থীদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
শুধু জামায়াতের ৪ জন ও স্বতন্ত্র ৫ প্রার্থীকে অন্যান্য প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এছাড়া রাজশাহীর ১৩ পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতাকারী সাধারণ কাউন্সিলর পদে ৪৬৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে তাদের পছন্দ মতো প্রতীক পেয়েছেন ১৩৯ জন প্রার্থী।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএস/আইএ