ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
বিজয় দিবসে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা

ঢাকা: নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানী জুড়ে থাকছে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিজয় দিবসে রাজধানীতে থাকা মানুষজন যাতে নিশ্চিন্তে ও নিরাপদে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন সেই লক্ষে নিরাপত্তার মহাপরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি)।



নিরাপত্তার প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) মীর রেজাউল আলম বাংলানিউজকে বলেন, এবার বিজয় দিবসে রাজধানী জুড়ে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা। ওইদিন উৎসবমুখর পরিবেশে মানুষ যাতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে পারেন সে বিষয়টি বিবেচনায় রেখে নিরাপত্তার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইতোমধ্যে বিজয় দিবসের নিরাপত্তা পরিকল্পনা বিষয়ে বাংলাদেশ পুলিশ হেডকোয়যাটার ও ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) সদর দফতরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নিরাপত্তার বিষয়ে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।  

তিনি বলেন, ডিএমপির নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকছে ভেন্যু কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, অঞ্চল ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থানে থাকছে পুলিশের চেকপোষ্ট। এছাড়াও রাজধানীর প্রতিটি জনসমাগম স্থলেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নজরধারী।     

বিজয়ের দিনের বড় অনুষ্ঠানগুলোকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় রাখা হবে কি না জানতে চাইলে মীর রেজাউল আলম বলেন, রাষ্ট্রীয় কিছু অনুষ্ঠান ছাড়াও রাজধানীর বড় বড় অনুষ্ঠানগুলোকে মনিটরিং করার জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। বাইরের গুরুত্বপূর্ণ স্থানের অনুষ্ঠানগুলো শুধু মনিটরিং করাই নয়, সেগুলো সিসি ক্যামেরায় রেকর্ড করাও হবে।

এছাড়াও রাজধানীর প্রতিটি অনুষ্ঠানে ওইদিন পুলিশ ফোর্স মোতায়েন করার পাশাপাশি থাকবে সাদা পোশাকের পুলিশ, মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ, ডিবির স্পেশাল টিম ও ৠাব।

বিজয় দিবসকে সামনে রেখে কোনো প্রকার হামলা বা হুমকি আছে কি না জানতে চাইলে মীর রেজাউল আলম বলেন, সব কিছু মাথায় রেখেই এবার বিজয় দিবসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ শক্ত অবস্থানে থাকবে। তবে আমরা কোনো কিছুই ছোট করে দেখছি না।

অনুষ্ঠানস্থলে ব্যাগ নিয়ে প্রবেশের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে ব্যাগ বা মোবাইল ফোন নিয়ে কোনো ভাবেই প্রবেশ করা যাবে না। এই কথা অনুষ্ঠানের দাওয়াতপত্রে উল্লেখ করা আছে। এছাড়াও বাইরের বড় অনুষ্ঠানগুলোতে ব্যাগ তল্লাশির ব্যবস্থা থাকবে।

এবছর মহান বিজয় দিবসে রাজধানীবাসী নিশ্চিন্তে ও নিরাপদে উৎসবের আনন্দ উপভোগ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।