সাভার (ঢাকা): সাভারে ১০ দিনব্যাপী সাংসদ নাট্যোৎসব-২০১৫ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এনাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটরিয়ামে এ নাট্যোৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর মধ্যে ছড়িয়ে দিতে নাট্য কর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ডা. এনামুর রহমান, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বাংলাদেশ
গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, যুবলীগের কেন্দ্রীয় নেতা ফারুক হাসান তুহিন প্রমুখ।
সাংসদ নাট্যোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। উদ্বোধনী দিনে পদাতিক নাট্য সংসদের ‘কালরাত্রি’ নামে মঞ্চনাটক প্রদর্শিত হয়। নাট্যোৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএম