ঢাকা: দরজায় কড়া নাড়ছে মহান বিজয় দিবস। মঙ্গলবার দিনগত রাতের প্রথম প্রহরে বিজয় উল্লাসে মেতে উঠবেন দেশবাসী।
এ আয়োজনের প্রস্তুতি বেশ আগে থেকেই শুরু হয়েছে। বিজয় দিবসের একদিন আগে সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানী ঘুরে সরকারি, বেরসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানে ভবনে নানা রঙের আলোক সজ্জ্বা দেখা গেলো।
নগরীর বিভিন্ন সড়ক ও বিভিন্ন স্থাপনায় লাল, নীল, সবুজসহ রং-বেরংয়ের বাতি জ্বলছে। শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে দেখা গেল বিভিন্ন রঙের আলোর পসরা।
মতিঝিল শাপলা চত্বরে ঢুঁ মারতেই চোখে পড়লো বিভিন্ন ব্যাংক ও বাণিজ্যিক ভবনের আলোক সজ্জ্বা। হাইকোর্টের সামনে বিভিন্ন সড়কের মাঝখান দিয়েও জ্বলছে বাহারি বাতি। যেন সবার বিজয়ের আনন্দে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন।
বাংলাদেশ সময়: ০৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
একে/টিআই/আরএইচ