ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রেনের বগি লাইনচ্যুত

ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ ছবি: ফাইল ফটো

কিশোরগঞ্জ: নরসিংদী জেলার কানাবাড়ি এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়েছে।  
 
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
 
ভৈরব স্টেশন মাস্টার খলিলুর রহমান এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বাংলানিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।  
  
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।