শাবিপ্রবি: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্নের দাবি জানিয়েছেন দেশবরেণ্য শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি বলেন, আমাদের এখন থেকে একটা আন্দোলন করতে হবে। সেটা হবে পাকিস্তানের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না।
তিনি আরো বলেন, দ্বিতীয় দাবি হবে পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধীদের বিচার করা। বঙ্গবন্ধু অনেক বড় হৃদয়ের মানুষ ছিলেন। তিনি ওই যুদ্ধাপরাধীদের ছেড়ে দেন যাতে তারা (পাকিস্তান) বিচার করে। কিন্তু পাকিস্তান এখন অপরাধ স্বীকার করে না। আমরা এ বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করি, কথা বলতে শুরু করি। তাহলে এদেরও বিচার সম্ভব।
এক সময় এদেশে রাজাকার বলাই যেতো না। এখন আমরা স্পষ্ট করে রাজাকার বলতে পারি। অনেক মানুষ প্রপাগান্ডা চালায়, মুক্তিযুদ্ধে কম মানুষ মারা গেছে। কিন্তু কেবল শরণার্থী শিবিরেই ৮ লাখ মানুষ মারা গেছেন, বলেন জাফর ইকবাল।
তিনি বলেন, তোমরা সৌভাগ্যবান যে তোমাদের পাকিস্তানে জন্ম হয়নি। স্বাধীন বাংলাদেশে জন্ম হয়েছে। তোমাদের পরাধীনতা ভোগ করতে হয়নি। ১৬ই ডিসেম্বর যে আনন্দ পেয়েছি, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো মানুষ এত আনন্দ পেতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. আব্দুল গণি, অধ্যাপক সৈয়দ সামসুল আলম, মো. ফারুক উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়:১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
জেডএস