ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সাফারি পার্কের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
গাজীপুরে সাফারি পার্কের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রায় ১৭ একর জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

দীর্ঘদিন ধরে এ জমিতে স্থায়ী ও অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করে বিভিন্ন ব্যবসা ও অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো কিছু অসাধু মানুষ।



সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচার্য বলেন, পার্কের অধিগ্রহণকৃত জমির প্রায় ১৭ একর জমি স্থানীয় কিছু লোক অবৈধভাবে দখল করে সেখানে কাঁচা-পাকা বাড়ি, দোকান-পাট নির্মাণের মাধ্যমে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। এতে পার্ক কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা বিভিন্ন সমস্যায় পড়তেন। স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নিলেও কোন ফল না পাওয়ায় জেলা প্রশাসনে অভিযোগ দেয়া হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জমিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেন করে জেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম জানান, পার্কের জমিতে অবৈধভাবে স্থায়ী ও অস্থায়ী দোকান-পাট ছাড়াও কাঁচা-পাকা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় শ্রীপুর থানা, জয়দেবপুর থানা পুলিশ ছাড়াও আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে সাহায্য করেন।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।