ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপির অভিযোগে চাটখিলে তদন্ত কমিটি গঠন ইসির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বিএনপির অভিযোগে চাটখিলে তদন্ত কমিটি গঠন ইসির

ঢাকা: নোয়াখালীর চাটখিলে বিএনপির এক মেয়র প্রার্থীকে জোরপূর্বক মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করলো নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান, ইসির উপ-সচিব মো. সামসুল আলম।

তিনি বলেন, চাটখিলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কিন্তু বিএনপির প্রার্থীর পক্ষ থেকে জোর করে প্রার্থিতা প্রত্যাহারের লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
 
এক্ষেত্রে ইসির আইন শাখার উপ-সচিব মো. মহসিনুল হকের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ২০ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেবে।
 
সোমবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের কাছে চাটখিলে বিএনপির প্রার্থী মোস্তফা কামালকে জোরপূর্বক প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলে দলটি অভিযোগ করে।
 
ওইদিন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন, যে কোনো লিখিত অভিযোগ আসলে তা আমলে নেওয়া হবে। এক্ষেত্রে সতত্যা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেবে কমিশন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
ইইউডি/আইএ

** পৌর নির্বাচনে কলঙ্কমোচন করবে ইসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।