ময়মনসিংহ: মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের সঙ্গে নিজের এবং মুক্তিকামী বাঙালির সশস্ত্র লড়াইয়ের কথা স্মরণ করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, ‘বাঙালি বীরের জাতি। মুক্তিযুদ্ধের সময় আমাদের একটাই প্রতিজ্ঞা ছিল হয় স্বাধীনতা, না হয় মৃত্যু।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে আনন্দমোহন কলেজ মিলনায়তনে ‘সুখী সমৃদ্ধি বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার ও মুক্তিযুদ্ধ শীর্ষক’ এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আনন্দ মোহন কলেজে ও ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
ধর্মমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশের স্বাধীনতা বিরোধীদের বিচার করছে। যে যেমন আপরাধ করেছে তার শাস্তি দেওয়া হচ্ছে এবং হবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দীন, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এবং জেলা পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন- আনন্দমোহন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ড. গাজী হাসান কামাল, সাবেক ভিপি গোলাম ফেরদৌস, সাবেক জিএস মোতাহার হোসেন (লিটু), মুক্তিযোদ্ধা হামিদুল হক, মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দীন ও আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিব।
আলোচনা শেষে বিজয় দিবস উপলক্ষে কুইজ, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এমএ/