ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমলনগরে জেলের এক বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
কমলনগরে জেলের এক বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর: জাটকা শিকারের দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় দলাই নামে এক জেলেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল আলম মজুমদার এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত দলাই রাজবাড়ী জেলার বাসিন্দা মিনাজ উদ্দিন সর্দারের ছেলে।

হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান বাংলানিউজকে জানান, মেঘনা নদীর মতিরহাট এলাকায় জাটকা ধরার সময় অভিযান চালিয়ে ১শ কেজি জাটকাসহ জেলে দলাইকে আটক করা হয়।

পরে দলাইকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।

জব্দ করা জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।