ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলানিউজে সংবাদ প্রকাশের পর

শুরু হলো থেমে থাকা স্কুল ভবনের নির্মাণ কাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
শুরু হলো থেমে থাকা স্কুল ভবনের নির্মাণ কাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমে ‘থেমে আছে স্কুল ভবনের নির্মাণ কাজ, মাঠে পাঠদান’, শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে ওই স্কুল ভবনের অবশিষ্ট নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সরেজমিনে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্তঘেঁষা এলাকার ডাবরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে নতুন করে কাজ শুরুর এই দৃশ্য চোখে পড়ে।



দেড়বছর আগে শুরু হওয়া ৩৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত দ্বিতল ভবনের পুরো কাজ সম্পন্ন না হওয়ায় চরম দুর্ভোগে চলছে পাঠদান কার্যক্রম।

ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলাতি আর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে নিরুপায় শিক্ষকরা মাঠে বসেই পাঠদান করছেন।

২০১৪ সালের প্রথম দিকে প্রাক্কলিত ৩৬ লাখ টাকা ব্যয়ে শুরু হয় দ্বিতল ভবনের কাজ। ভবন নির্মাণ হয়েছে কিন্ত দেড় বছরের বেশি হলেও এখনও বর্ধিত ভবনের বারান্দায় গ্রিল বা গার্ডার লাগানো হয়নি। নেই কোনো আসবাবপত্রও।

গত ০৬ নভেম্বর ডাবরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ থেমে থাকার সংবাদটি বাংলানিউজে প্রকাশের পর টনক নড়ে উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্ঠানের।

সেসময় নির্মাণ কাজের ঠিকাদার মো. কামরুল ইসলাম বাংলানিউজকে দ্রুত কাজ শুরুর কথা জানালেও, সংবাদ প্রকাশের এক মাসেরও বেশি সময় পর নতুন করে অবশিষ্ট নির্মাণ কাজ শুরু করলেন।

ডাবরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরামত আলী বলেন, বাংলানিউজকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের এ কোমলমতি শিক্ষার্থীদের সমস্যার কথা তুলে ধরার জন্য। এই একটা নিউজের কারণেই আমাদের অবহেলিত ভবনের নির্মাণ কাজ আবার শুরু হয়েছে। ভবনের কাজ সম্পন্ন হলে আর মাঠে ক্লাস নিতে হবে না এবং শিক্ষার্থীদের মধ্যে স্কুলে আসার ক্ষেত্রে আরও আগ্রহ বাড়বে।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এএটি/এসএস

** থেমে আছে স্কুল ভবনের নির্মাণকাজ, মাঠে পাঠদান

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।