ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিজয়ের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
দিনাজপুরে বিজয়ের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরে মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১২টা এক মিনিটে জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।



দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম প্রথমে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর পর্যাক্রমে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার (এসপি) রুহুল আমিনের নেতৃত্বে স্থানীয় প্রশাসন ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়।
 
এরপর আনোয়ারুল ইসলামের নেতৃত্বে শহর আওয়ামী লীগ, মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে দিনাজপুর পৌরসভা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট ও সাধারণ সম্পাদক শাহিন হোসেনের নেতৃত্বে স্থানীয় সাংবাদিকরা জেলা প্রশাসক চত্বরে শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি জানান।

এসময় অন্যদের মধ্যে শ্রদ্ধাঞ্জলি জানান- দিনাজপুর সিভিল সার্জন, দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর শিক্ষা বোর্ড, দিনাজপুর নার্সিং ইনস্টিটিউট কর্তৃপক্ষসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান।

এছাড়া বিজয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়, দিনাজপুর পৌরসভা, জেলা পরিষদ, জেলা রেজিস্ট্রর কার্যালয়, সার্কিট হাউজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।