ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস

সর্বোচ্চ নিরাপত্তায় শাহজালাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
সর্বোচ্চ নিরাপত্তায় শাহজালাল

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার (১৬ ডিসেম্বর) ভোর থেকেই হযরত শাহজালাল (রহ.) আর্ন্তজাতিক বিমানবন্দর এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে। বিশেষ নিরাপত্তার দায়ি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।



বিমানবন্দরে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এপিবিএনের বিশেষায়িত টিম ‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি)।

বিমানবন্দর এলাকার প্রতিটি প্রবেশপথসহ মোট ৩২ পয়েন্টে স্থাপন করা হয়েছে একাধিক চেকপোস্ট। প্রবেশের সময় সব ধরনের যানবাহন ও যাত্রীদের তল্লাশি করাসহ সার্বক্ষণিক নজরদারি করছেন এপিবিএন সদস্যরা।

বিমানবন্দরের প্রতিটি পয়েন্টে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য স্থাপন করা হয়েছে ১৬০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।

১৬ ডিসেম্বরের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সব বিমানবন্দর আমর্ড পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল।

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রতিটি চেক পযেন্টে সার্বক্ষণিক তল্লাশি ও নজরদারি করছেন এপিবিএন সদস্যরা। দর্শনার্থী প্রবেশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে বলেও জানান তিনি।

‘ক্রাইসিস রেসপন্স টিম’ (সিআরটি) বিমানবন্দরের ভেতরে-বাইরে বিশেষ নজরদারি করছে। টার্মিনালের ছয়টি প্রবেশপথের ভেতরে ও বাইরে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।

মহান বিজয় দিবসে যাত্রীদের আরও ভালো ও সৌহাদ্যপূর্ণ সেবা দিতেও চলছে বিভিন্ন মটিভেশনমূলক অনুষ্ঠান।

নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি এপিবিএন সদর দফতরে বিভিন্ন অনুষ্ঠানে বাহিনীটির সদস্যরা অংশ নিচ্ছেন বলেও জানান তিনি।

বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ৠাবও। ৠাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি ও গোয়েন্দা নজদারি রয়েছে।

ৠাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ বাংলানিউজকে জানান, আগে থেকেই ৠাবের ডগ স্কোয়াড বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে তল্লাশির কাজ করছে। মহান বিজয় দিবসেও ওই টিম সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতের জন্য ভেতরে ও বাইরে সর্বত্রই কাজ করছে।

বিমানবন্দরের বাইরেও ৠাবের গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসজেএ/এএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।