ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হৃদয়ের টানে স্মৃতিসৌধে ৫ বিদেশি শিক্ষার্থী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
হৃদয়ের টানে স্মৃতিসৌধে ৫ বিদেশি শিক্ষার্থী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার স্মৃতিসৌধ থেকে: ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে ঘটনা ঘটেছিল তা আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তাই হৃদয়ের টানে বাংলাদেশের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ছুটে এসেছি।

কথাগুলো বলছিলেন জার্মান নাগরিক ফারেঙ্ক।

বুধবার (১৬ ডিসেম্বর) ৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আরও চার বন্ধুর সঙ্গে বাঙালির বীর সন্তান শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে বাংলানিউজকে এ কথা বলেন ফারেঙ্ক।

রাজধানী ঢাকায় অবস্থিত কলেজ অব এশিয়ান টেকনোলজি নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ পাঁচ বিদেশি। ফারেঙ্ক ছাড়া বাকি চারজন চেক প্রজাতন্ত্রের নাগরিক।

ফারেঙ্ক জানান, এবার নিয়ে তিনি টানা তিনবার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানাতে আসলেন। তার সঙ্গে আসা বাকি চারজন এবারই প্রথম স্মৃতিসৌধে।

ফারেঙ্ক আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা আমাদের হৃদয়কে স্পর্শ করে যায়। সে কারণেই ৭১’র শহীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে এসেছি। দিনটিকে অনেক অনুভব করেছি। আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে আছি।

এদিকে বিজয়ের ৪৫ বছর উদযাপন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সকাল থেকেই নামে নানা শ্রেণি-পেশার লাখো জনতার ঢল। কেউ লাল-সবুজের পতাকার টিশার্ট পরে, আবার কেউ লাল-সবুজ পতাকা উঁচুয়ে প্রবেশ করেন স্মৃতিসৌধে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এমআইএস/এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।