ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঘের পাজল মিলিয়ে পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বাঘের পাজল মিলিয়ে পুরস্কার

ঢাকা: ভিজিট বাংলাদেশ, করো আবিষ্কার, জিতে নাও তোমার পুরস্কার- এ স্লোগানে রাজধানীর বিভিন্ন পয়েন্ট চালানো হয়েছে এ ব্যতিক্রমী ক্যাম্পেইন। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘ভিজিট বাংলাদেশ ২০১৬’ এর প্রচারণা অংশ হিসেবে এ ক্যাম্পেইন করে।



রাজধানীর বিভিন্ন পয়েন্টে বাঘের ছবির পাজল মিলিয়ে পুরস্কার জিতে নিলো ঘুরতে বের হওয়া নগরবাসী। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জাতীয় সংসদ ভবনের সামনে, শাহবাগ এবং হাতিরঝিলে এ পাজল মেলানো প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন পয়েন্ট বিকেল ৪টা পর্যন্ত চলে এই মজার আয়োজন। এতে শিশু, তরুণ-তরুণী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী প্রায় ১ হাজার মানুষ অংশ নেয়।

‘ভিজিট বাংলাদেশ ২০১৬’ এর বড় লোগো’র পাশাপাশি ছিল বাঘের ছবির পাজল। চলতি পথে দাঁড়িয়ে মেধা খাটিয়ে দ্রুত সময়ে পাজল মিলিয়ে পুরস্কার জিতে নেন অনেকে।
 
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘ভিজিট বাংলাদেশ ২০১৬’ এর প্রচারণা উপলক্ষে মূলত পাজল মেলানোর প্রতিযোগিতার আয়োজন করে। যিনি পাজল মেলাতে পেরেছেন তাকে দেওয়া হয়েছে কলম এবং ভিজিট বাংলাদেশের লোগো লাগানো পতাকা।

অন্যদিকে কূটনৈতিক পাড়ায় বিতরণ করা হয় ভিজিট বাংলাদেশের লোগো লাগানো টি-শার্ট। এর মাধ্যমে বিদেশি পর্যটকদের বাংলাদেশ ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো।

এই বিষয়ে গুলশান, বনানী এবং বারিধারা এলাকায় সকাল ১০টা থেকে অ্যাক্টিভেশন ক্যাম্পেইন চালায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এই সময় বিদেশিদের ব্যাপক সাড়া পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এনএইচএফ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।