ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদের দাবি ঢাবি ভিসির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, ডিসেম্বর ১৬, ২০১৫
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদের দাবি ঢাবি ভিসির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সরকারের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছেদ করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।



আরেফিন সিদ্দিক বলেন, পাকিস্তান সরকার দীর্ঘ চুয়াল্লিশ বছরেও চিহ্নিত ১৯৫জন সেনা কর্মকর্তার বিচার তো করেইনি বরং সম্প্রতি অত্যন্ত নির্লজ্জের মতো একাত্তরে বাংলাদেশে পরিচালিত গণহত্যার বিষয়টি অস্বীকার করেছে। যার ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছেদ করেছে।

এসময় তিনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছেদের দাবি জানিয়ে বলেন, এ অবস্থায় বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যারা এমন নির্লজ্জ মিথ্যাচার করেছে তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছেদের বিষয়টি অবিলম্বে বাংলাদেশ সরকারের বিবেচনা করা উচিৎ।

ঢাবি ভিসি বুদ্ধিজীবী হত্যায় এ দেশের দোসর আল বদর, আল শামসের ভূমিকার কথাও তুলে ধরেন তার বক্তব্যে। অবিলম্বে সব যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এইচআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।