ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭২ ঘণ্টার মধ্যে বিলবোর্ড মুক্ত হবে ডিএসসিসি

সালাহ উদ্দিন জসিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
৭২ ঘণ্টার মধ্যে বিলবোর্ড মুক্ত হবে ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র সাঈদ খোকন

ঢাকা: ৭২ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিভিন্ন এলাকার সব বিলবোর্ড অপসারণ করা হবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে তিনি এ কথা বলেন।



মেয়র বলেন, আজ আমরা মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি ৭২ ঘণ্টার মধ্যে ডিএসসিসির সব বিলবোর্ড অপসারণ করবো, কাজও শুরু হয়ে গেছে। আগামীকাল শুক্রবার ছুটির দিনেও কাজ চলবে, শনিবারও কাজ হবে। আশা করছি ৭২ ঘণ্টার মধ্যে প্রায় সব বিলবোর্ড অপসারণ করতে পারবো। এরপর দু’একটা থাকলে সেটাও করে ফেলবো।  

তিনি বলেন, ইতিমধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও এর আশপাশের এলাকার বিলবোর্ড অপসারণ করা হয়েছে।

ডিএসসিসি’র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরের পর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ-এ নিজ হাতে বিলবোর্ড অপসারণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

জানা গেছে, হঠাৎ মিটিং করে সিদ্ধান্ত নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সুরিটোলা ও তার আশপাশের এলাকায় বিলবোর্ড অপসারণে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে মেয়র নিজেই উপস্থিত ছিলেন এবং তাকে নিজ হাতে বিলবোর্ড অপসারণের কাজ করতে দেখা গেছে।

অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন আহমদসহ ডিএসসিসি কর্মকর্তা, দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের নেতৃত্বে প্রায় ২০ হাজার বিলবোর্ড অপসারণ করা হয়েছে। সে অনুযায়ী ডিএসসিসিও বিলবোর্ড অপসারণের কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসইউজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।