ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
গাজীপুরে ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় ইমন ব্রিকস নামে একটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।
 
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানার নেতৃত্বে ওই এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালিত হয়।



আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা জানান, দুপুরে ভাওয়াল মির্জাপুর এলাকায় ইমন ব্রিকস নামে একটি ইটভাটায় অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ ইটভাটার বৈধ কোনো কাগজপত্র না থাকায় ওই ভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ওই ইটভাটা থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়েছে। ইটভাটা বন্ধ রাখার জন্য মালিককে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান রেবেকা সুলতানা।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।