ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সমাজ পরিবর্তনে প্রয়োজন নারী-পুরুষের সমান অধিকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
সমাজ পরিবর্তনে প্রয়োজন নারী-পুরুষের সমান অধিকার ফজলে হোসেন বাদশা

রাজশাহী: বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হলে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে রাজশাহী সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণে রাজশাহী জেলা মহিলা পরিষদের ৪র্থ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ ও দেশের নারীরা এগিয়ে যাচ্ছেন, যাবেন। নারীরা এগিয়ে গেলে উন্নয়নও এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, মহিলা পরিষদের আদর্শ আছে, নৈতিকতা আছে। তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারলে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম সফলতার দিকে এগিয়ে যাবে। সম্মেলনের সফলতা কামনা করে তিনি এর উদ্বোধন ঘোষণা করেন।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য আখতার জাহান, নারী নেত্রী শাহীন আক্তার রেনী, ভাষা সৈনিক আবুল হোসেন ও বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু।

এর আগে রাজশাহী জেলা মহিলা পরিষদের ৪র্থ সম্মেলন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহানগরী বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১২৫২ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।