ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উপকূলীয় এলাকায় নিরাপদ পানি সরবরাহের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
উপকূলীয় এলাকায় নিরাপদ পানি সরবরাহের চুক্তি

ঢাকা: দেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানি সরবরাহের জন্য নেস্লে বাংলাদেশ লিমিটেডের সঙ্গে উন্নয়নমূলক সংস্থা ফ্রেন্ডশিপের সমঝোতা স্মারক সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, ফ্রেন্ডশিপের ডিসাস্টার রিলিফ প্রোগ্রামের আওতায় ২০১৬ সালের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগরে স্থাপন করা দু’টি কমিউনিটি ভিত্তিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (ডব্লিউটিপি), তা পরিচালনায় আর্থিক সহায়তা দিবে নেস্লে বাংলাদেশ লিমিটেড।



সম্প্রতি নেস্লের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ব্যবস্থাপনা পরিচালক স্টেফান নর্দে ও ফ্রেন্ডশিপের ব্যবস্থাপনা পরিচালক রুনা খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেস্লে বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকীব খান, কোম্পানির সেক্রেটারি ও হেড অব লিগ্যাল অ্যান্ড ট্যাক্সেশন দেবব্রত রায় চৌধুরী এবং ফ্রেন্ডশিপের হেড অব এডুকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কাজী আমদাদুল হক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলের পানি পানের অযোগ্য। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এ অঞ্চলের দুঃস্থ বাসিন্দাদের জন্য সহজে নিরাপদ খাবার পানি সরবরাহ করা হবে।

ফ্রেন্ডশিপ এ প্রকল্পের মেশিনারি সরবরাহ ও কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠানকে নিয়মিত পর্যবেক্ষণে রাখবে। মেশিনারি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক রক্ষণাবেক্ষণ চুক্তি অনুযায়ী, নিরাপদ পানি নিশ্চিত করতে তারা নিয়মিতভাবে পানির মান পরীক্ষা করবে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।