ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে পরিবার পরিকল্পনা কর্মী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
জামালপুরে পরিবার পরিকল্পনা কর্মী খুন

জামালপুর: জামালপুর সদর উপজেলার কাচারীপাড়ায় নিজ ঘরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন আলেয়া সারওয়ার নামে পরিবার পরিকল্পনার এক মাঠকর্মী।

রোববার (২০ ডিসেম্বর) সকালে পুলিশ তার হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে।



আলেয়া ওই এলাকার সারওয়ার হোসেনের প্রথম স্ত্রী। তিনি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

স্থানীয়রা এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করছেন। তবে পুলিশ বলছে ডাকাতরা ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় বাধা পেয়ে আলেয়াকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলানিউজকে জানান, রাতে একদল ডাকাত আলেয়ার ঘরে ঢোকে। তারা আলমিরার ড্রয়ার ভেঙে নগদ দেড় লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুটে পালিয়ে যাওয়ার সময় আলেয়া ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

ঘটনার সময় তার স্বামী সারওয়ার হোসেন তার দ্বিতীয়া স্ত্রীর মেলান্দহের বাড়িতে ছিলেন। তবে আলেয়ার ছোট মেয়ে মিমি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন।

ওসি আরো জানান, সকালে আলেয়ার মৃতদেহ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।