ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে সরকার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের অধিকার নিশ্চিত করেছে।

ধর্ম, বর্ণ ও গোত্র ঠিক রেখে সর্বস্তরের মানুষজনের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।

রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ পদে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন গোত্রের মানুষ দায়িত্ব পালন করছেন।

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ উঁরাও ছাত্র সংগঠন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় উঁরাও শিক্ষা সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রধান বিচারপতির পদে রয়েছেন সুরেন্দ্র কুমার সিনহা। এ থেকে প্রমাণ হয়, দেশে সব ধর্মের মানুষ সম অধিকার নিয়ে বাস করতে পারছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রকে সুসংহত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশে একযোগে পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে এ সরকারের একটি গণতান্ত্রিক ভিত্তি রয়েছে।

বাংলাদেশ উঁরাও ছাত্র সংগঠনের (বসা) সভাপতি প্রশান্ত কীরকেটার সভাপত্বিত্বে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, তাড়াশ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্র নাথ উঁরাও, তাড়াশ ইউএনও জিল্লুর রহমান খান, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, এনবিএস’র নির্বাহী পরিচালক ভিক্টর লাকড়া প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জাতীয় উঁরাও শিক্ষা সম্মেলনের আহ্বায়ক মিলন কুজুর। শিক্ষা সম্মেলনে ২১ জেলার প্রায় দেড় হাজার উঁরাও শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।