ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে ফেরত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত এলাকায় অস্ত্রসহ আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য সুদীপ্তকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
রোববার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর তাকে ফেরত দেওয়া হয়।


 
পতাকা বৈঠকে ২৮ বিজিবির সুবেদার মোস্তাফিজুর রহমান ও বিএসএফের কোম্পানি কমান্ডার রঞ্জিত রায় নেতৃত্ব দেন।
 
এর আগে, দুপুর ১টার দিকে বিএসএফ সদস্য সুদীপ্ত অস্ত্রসহ ১২৩২ নং আন্তর্জাতিক পিলার এলাকায় বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় বিজিবি সদস্যরা তাকে আটক করে।
 
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বাংলানিউজকে বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্য সুদীপ্তকে অস্ত্রসহ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
** দোয়ারাবাজার সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫     

এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।