ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মঠবাড়িয়ায় ৪ ইটভাটায় অভিযান, কাঁচা ইট বিনষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
মঠবাড়িয়ায় ৪ ইটভাটায় অভিযান, কাঁচা ইট বিনষ্ট

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় অনুমোদনহীন চারটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ কাঁচা ইট বিনস্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাদিক তানভীর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব ইট বিনস্ট করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সাদিক তানভীর বাংলানিউজকে জানান, উপজেলার পাঁচশত কুড়া গ্রামের ইটভাটা মালিক মাসুম মল্লিকের আরএসটি ব্রিকস, শামীম মৃধার এমবিএ ব্রিকস, সোনাখালী গ্রামের ইটভাটা মালিক হাবিব মৃধার এইচ.জেড.আর ব্রিকস ও চড়কগাছিয়া গ্রামের অনুপ পোদ্দারের এপিএসবি ব্রিকস নামে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই লাখ কাঁচা ইট জব্দ করেন। পরে জব্দকৃত কাঁচা ইট ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক দল পানি ছিটিয়ে সম্পূর্ণ বিনস্ট করে।

তিনি আরো জানান, ইটভাটাগুলোর অন‍ুমোদন না থাকার কারণে ইটগুলো বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।