ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
খুলনায় নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: বাংলাদেশ নৌবাহিনীর বি/২০১৫ ব্যাচের নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় খুলনার নৌ-বাহিনী ঘাঁটি তিতুমীর প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজ হয়।

এতে অংশ নেন ৭৬৩ নবীন নাবিক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব।

ফরিদ হাবিব নবীন নাবিকদের অর্জিত শিক্ষাকে ভবিষ্যতে কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

নৌবাহিনীর বি/২০১৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. রাশেদ রানা চৌকষ নাবিক হওয়ার গৌরব অর্জন করেন। অনন্য এ সাফল্যের জন্য নৌবাহিনী প্রধান তাকে ‘নৌ প্রধান পদক’ দেন। এছাড়া মো. জহিরুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. তাজুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করে ‘তিতুমীর পদক’ লাভ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী নৌবাহিনী প্রধান, খুলনা নৌ-অঞ্চলের আঞ্চলিক কমান্ডার, খুলনা ও যশোর এলাকার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, নবীন নাবিকদের পরিবারের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এমআরএম/আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।