ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ৭ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
বেগমগঞ্জে ৭ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর গ্রামের সুরোগো পুল এলাকায় আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।



রোববার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দি‌কে ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত জননী টেলিকমের মালিক মাহবুব উল্যাহ শাহীন বাংলানিউজকে জানান, রোববার রাত ১১টার দিকে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ১২টার দিকে দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা তাদের ও চৌমুহনী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে মালপত্রসহ জননী টেলিকম ছাড়াও অনিক ডেকোরেটর, রহমান স্টোর, বিষ্ণু বাবু ফার্মেসি, জহির ফার্নিচার, ইলিয়াছ মেটাল ও স্বপনের লেপ-তোষকের দোকান পুড়ে যায়।

এতে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

চৌমুহনী ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রেজাউল করিম বাংলানিউজকে জানান,  বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।