ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সন্ধান মেলেনি নিখোঁজ সাংবাদিক সজিবের

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
সন্ধান মেলেনি নিখোঁজ সাংবাদিক সজিবের

মুন্সীগঞ্জ: লঞ্চ থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টারও বেশি সময় পার হলেও সন্ধান মেলেনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল বিটে কর্মরত সাংবাদিক আওরঙ্গজেব সজিবের।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।



এরআগে সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের ডুবুরিদল মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার ধলেশ্বরী নদীর তীরে অবস্থান করে। তবে স্থান নির্ধারণ করতে না পারায় তল্লাশি অভিযান চালাতে পারেনি তারা।

সদরঘাট নৌ ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিম বাংলানিউজকে জানান, সোমবার দিনভর তিনিসহ ডুবুরিদল মুক্তারপুর এলাকার ধলেশ্বরীর তীরে অবস্থান করেছেন। সজিব নদীর কোন স্থানে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হয়েছেন তা সনাক্ত করতে না পারায় তল্লাশি কাজ চালানো যায়নি।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকার সদরঘাট থেকে চাদঁপুরের উদ্দেশে ছেড়ে আসা তাকওয়া লঞ্চ থেকে থেকে ধলেশ্বরী নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন সজিব।

তিনি পুরান ঢাকার চকবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের খাসকান্দি গ্রামে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।