ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ বছর পর মায়ের কোলে ফিরলো দিলারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
৪ বছর পর মায়ের কোলে ফিরলো দিলারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: দীর্ঘ ৪ বছর পর মায়ের কোলে ফিরে এসেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দিলারা বেগম (১১) নামে এক শিশু।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের রুপালী কলোনিতে দিলারাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে আইন ও সালিশ কেন্দ্র।

শিশু দিলারা ওই গ্রামের মো. ইব্রাহিমের মেয়ে।

স্বজনরা জানায়, দিলারা ৭ বছর বয়সে কাজের সন্ধানে দাদীর সঙ্গে ঢাকা চলে যায়। ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ নেওয়ার কয়েক মাস পর নিখোঁজ হয় সে। চলতি বছরের ১০ সেপ্টেম্বর ঢাকা থেকে উদ্ধার হয় সে। পরে তার আশ্রয় মেলে ভিকটিম সাপোর্ট সেন্টারে। সেখান থেকে ১ অক্টোবর আইন ও সালিশ কেন্দ্রে পাঠানো হয় তাকে।

পরে শিশুটির তথ্য অনুযায়ী তার পরিবারের ঠিকানা খুঁজে বের করে সোমবার তাকে মায়ের কোলে ফিরিয়ে দেয় আইন ও সালিশ কেন্দ্র।

এদিকে, ৪ বছর পর হারানো মেয়েকে ফিরে পেয়ে দারুণ খুশি দিলারার মা তৈয়বা বেগম।

আইন ও সালিশ কেন্দ্রের মাঠকর্মী শান্ত আহম্মেদ বাংলানিউজকে বলেন, আমাদের কেন্দ্রে দিলারাকে নিয়ে আসার পর তাকে আমরা থাকা-খাওয়া, পড়াশোনা, চিকিৎসা করিয়েছে। পরে তাকে মায়ের কাছে ফিরে যেতে সহায়তা করি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।