ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাষা সৈনিক প্রয়াত একে.এম আজহারের জন্মবার্ষিকী ২২ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ভাষা সৈনিক প্রয়াত একে.এম আজহারের জন্মবার্ষিকী ২২ ডিসেম্বর একে.এম আজহার উদ্দিন

বরিশাল: ২২ ডিসেম্বর (মঙ্গলবার) ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা, বরিশাল কিশোর মজলিসের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত একে.এম আজহার উদ্দিনের জন্মবার্ষিকী।   ১৯৩৫ সালের এ দিনে বরিশাল শহরের দক্ষিণ আলেকান্দা মুসলিম সভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।



তার জন্ম বার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর মাধ্যমিক পর্যায়ে অস্বচ্ছল পরিবারের মেধাবী ছাত্রীদের শিক্ষা বৃত্তি দেওয়া হবে।

অনুষ্ঠানে সিটি মেয়র মো. আহসান হাবিব কামাল, উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ও প্যানেল মেয়র এম শহীদুলাহ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আবিষ্কারের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক সোহেল।

এ. কে. স্কুলের দশম শ্রেণির ছাত্র থাকাবস্থায় এ কে এম আজহার উদ্দীন ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৫২ সালের ২১ ফেব্রয়ারি ঢাকায় ছাত্রদের মিছিলে গুলি হলে তিনি বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি নিজ উদ্যোগে স্কুলছাত্রদের নিয়ে বরিশাল শহরের অশ্বিনী কুমার হলের সামনে মিছিল-সমাবেশ করেন।

এ কে এম আজহার উদ্দীন ১৯৫৩ সালে রাষ্ট্রভাষা আন্দোলনের পর শিশু-কিশোরদের সংগঠিত করে প্রতিষ্ঠিত করেন কিশোর মজলিশ নামে একটি সংগঠন। এ সংগঠনের কর্মীদের দিয়েই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ ক্যাম্প ও গেরিলা বাহিনী গড়ে তোলা হয়।

১৯৫৯ সালে তিনি কিশোর মজলিস প্রাথমিক বিদ্যালয় এবং ১৯৭১ সালে এ.আর.এস. গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি বরিশালের দক্ষিণ আলেকান্দার বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম।

কাজের অবদান স্বরূপ রাষ্ট্রীয়ভাবে ৩১ তম স্বাধীনতা পদক, একুশে চেতনা পদক, মেয়র পদকসহ আরো সম্মাননা পেয়েছেন আজাহার উদ্দিন।

১৯৫৫ সালে বিএম কলেজ থেকে আই.এ পাস করার পর তিনি আর পড়াশোনা করেননি। ১৯৬৫ সালের ৩১শে জানুয়ারি বিয়ে করেন। ৩ মেয়ে ও ৫ ছেলে সন্তানের জনক আজাহার উদ্দিন পানি উন্নয়ন বোর্ডের সাধারণ কর্মকর্তা হিসেবে চাকরি করেন।

ভাষা সংগ্রামী এ কে এম আজহার উদ্দীন ২০১৪ সালের ৮ মে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।