ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিক ফারুকের হত্যাকারী ট্রাক চালকের গ্রেফতার দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
সাংবাদিক ফারুকের হত্যাকারী ট্রাক চালকের গ্রেফতার দাবি আবদুল্লাহ আল ফারুক

ঢাকা: সাংবাদিক আবদুল্লাহ আল ফারুককে হত্যাকারী ঘাতক ট্রাক চালককে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। পাশাপাশি তার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানেরও দাবি জানান তারা।

  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রীর দফতরে স্মারকলিপি জমা দিয়ে এ দাবি জানান একটি সাংবাদিক প্রতিনিধিদল।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে সাংবাদিক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন।

এ সময় জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে মহাসচিব ওমর ফারুক ও সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া, ডিআরইউ সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, সংগঠনের সহসভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, দফতর সম্পাদক মেহদী আজাদ মাসুমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ফারুক হত্যাকারী ট্রাক চালককে গ্রেফতার ও তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।

বাংলাদেশ সময় : ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।