ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রাথমিকে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
প্রাথমিকে শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ

ঢাকা: যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূণ্য রয়েছে সেগুলোতে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। প্রধান শিক্ষকবিহীন বিদ্যালয়গুলোর শিক্ষার মান বৃদ্ধিতে এই নিয়োগ প্রদানের সুপারিশ করা হয়েছে।


 
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২১তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
 
বৈঠক শিক্ষকদের পদোন্নতি নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজস্ব যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে পরিচালক এবং তদূর্ধ্ব পদে পদোন্নতি প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।
 
এছাড়া রস্ক প্রকল্পের আওতায় আনন্দ স্কুলের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। এ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে আগামী দুই মাসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করার জন্য উম্মে রাজিয়া কাজল এমপিকে আহ্বায়ক এবং আলী আজম এমপি ও মোহাম্মদ ইলিয়াছ এমপিকে সদস্য করে ৫নং সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়।

বৈঠকে যেসব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে সেগুলো বন্ধ না করার জন্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ করেছে কমিটি। একই সঙ্গে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়েও নতুন করে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা যায় কিনা, সেটাও বিবেচনা করতে বলা হয়েছে।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সামশুল হক চৌধুরী, মো. আবুল কালাম, আলী আজম এবং উম্মে রাজিয়া কাজল অংশগ্রহণ করেন।
 
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।