ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে আগুনে ৬ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
ঝালকাঠিতে আগুনে ৬ দোকান পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: ঝালকাঠি শহরতলীর বারচালা বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে একটি মুদি দোকানে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।



এতে জাকিরের মুদি দোকান, আলমগীরের মুরগির দোকান, আলমের মুদি দোকানসহ ছয়টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস, ভান্ডারিয়া ও বরিশালের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দুই  ঘণ্টা চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় বাজারের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পরলে ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল সরিয়ে নিতে শুরু করেন।

এদিকে, আগুনে বাজার সংলগ্ন পাঁচটি বসতঘর আংশিক পুড়ে গেছে।

অপরদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম মাহমুদ হাসান বাংলানিউজকে জানান, কিভাবে আগুন লেগেছে তা বলা যাচ্ছেনা। তবে মালামালের ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুনে ব্যবসায়ীদের অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।