ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রকাশ্যে ছাত্রী লাঞ্ছিত

‘বখাটে’ রুহুল আমিনের হাইকোর্টে জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
‘বখাটে’ রুহুল আমিনের হাইকোর্টে জামিন

ঢাকা: হবিগঞ্জে স্কুল ছাত্রীকে রাস্তায় লাঞ্ছিত করার ঘটনায় করা মামলার আসামি রুহুল আমিন রাহুলকে চার মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি জেবিএম হাসানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৩ ডিসেম্বর) এ আদেশ দেন।


 
প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় ২৬ আগস্ট  হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে চড়-থাপ্পড় মারে রুহুল আমিন রাহুল (১৫) নামে এক ‘বখাটে’।
 
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এতিমখানা সড়কের মোবারক হোসেন নামে এক ব্যক্তির ভাগ্নে রুহুল আমিন রাহুল প্রেমের প্রস্তাব দিলে মেয়েটি (১৪) তা প্রত্যাখ্যান করে। এতে সাড়া না পেয়ে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (জুনিয়র স্কুল) নবম শ্রেণির ছাত্র রাহুল মেয়েটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে মেয়েটির এক নিকটাত্মীয় রাহুলকে চর-থাপ্পড় মারেন।
 
এতে ক্ষিপ্ত হয়ে ২৬ আগস্ট বিদ্যালয় ছুটির পর বাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে চড়-থাপ্পড় মারে বখাটে রাহুল। এসময় রাহুল মেয়েটির যে স্বজন তাকে পিটিয়েছেন, তার হাত-পা কেটে ছাত্রীটির কাছে পাঠানোর হুমকি দেয়। এদিকে, এ ঘটনার ভিডিও চিত্র ১ সেপ্টেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়ে।
 
এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হওয়ার পর ৪ সেপ্টেম্বর রাহুলকে আটক করে পুলিশ।

পরে স্কুলছাত্রীর বাবা মো. শাহজাহান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারার পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় করা মামলায় রাহুলসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়। এই মামলায় গত ৪ সেপ্টেম্বর পুলিশ বখাটে রাহুলকে গ্রেফতার করে। এরপর থেকে সে টঙ্গী কিশোর সংশোধনাগারে বন্দি।

সম্প্রতি এই মামলায় হাইকোর্টে তার পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়।

আবেদনে বলা হয়, কিশোর সংশোধনাগারে থাকার কারণে সে পরীক্ষা দিতে পারেনি। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে যে অভিযোগ আনা হয়েছে তা রাহুলের বিরুদ্ধে করা হয়নি।

জামিন আবেদনের পক্ষে আইনজীবী মোহাম্মদ আবু তৌহিদ ভূইয়া প্রিন্স।
 
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০১৫
ইএস/জেডএস

** ছাত্রীর গালে বখাটের চড়, ফেসবুকে তোলপাড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।