ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বহিরাগতদের অবস্থানে ৫ দিনের নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বান্দরবানে বহিরাগতদের অবস্থানে ৫ দিনের নিষেধাজ্ঞা

বান্দরবান: আসন্ন পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে বান্দরবানে বহিরাগত এবং পর্যটকদের অবস্থানে ৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।

আগামী ২৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০১৬ পর্যন্ত বহিরাগতদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।


 
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পৌর নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে সাময়িক এ নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। এ সময় বান্দরবান পৌর এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি এবং পর্যটক অবস্থান করতে পারবেন না।

এ বিষয়ে জেলার সব আবাসিক হোটেল-মোটেল ও রিসোর্ট কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে অবগত করা হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, প্রশাসনের এ নিষেধাজ্ঞার কারণে হোটেল ব্যবসায়ী মানিক চৌধুরী বাংলানিউজকে জানান, এ নিষেধাজ্ঞার কারণে তাদের ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা রয়েছে। শীতের এ সময়টাতে পর্যটকদের ঢল নামে বান্দরবানে। তবে নিরাপত্তার স্বার্থে যেহেতু প্রশাসনের এ পদক্ষেপ তাই তাদের কিছুই করার নেই।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।