ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
নোয়াখালীতে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীতে পৃথক ঘটনায় নুরনবী (৫২) ও নূরুল ইসলাম (৬৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে সূবর্ণচরে ও দুপুরে বেগমগঞ্জে তাদের মৃত্যু হয়।



বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বাংলানিউজকে বলেন, দুপুরে সোনাপুর গ্রামে নুরনবী তালগাছে উঠলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরনবী উপজেলার শরীফপুর ইউনিয়নের হাসানহাট গ্রামের বাসিন্দা।

অপরদিকে, জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সেন্টার বাজারে তিন দিনের আঞ্চলিক ইজতেমায় সকাল সাড়ে ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে নূরুল ইসলাম নামে এক মুসল্লির মৃত্যু হয়।

নূরুল ইসলাম জেলার হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের বাসিন্দা।

ইজতেমা পরিচালনা কমিটির সদস্য আবদুর রহিম বাংলানিউজকে বলেন, হাতিয়া থেকে ইজতেমায় আসা মুসল্লি নূরুল ইসলাম বার্ধক্যজনিত কারণে সকালে ইন্তেকাল করেন।

দুপুরে নামাজের পর ইজতেমা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।