ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঘায় অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
বাঘায় অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী আটক

রাজশাহী: রাজশাহীর বাঘায় সাটারগানসহ মিজানুর রহমান (৩৪) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মিজানুর কুষ্টিয়ার দৌলতপুর চিলমারীচর এলাকার আবদুল লতিফ মণ্ডলের ছেলে।


 
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরকালিদাসখালি এলাকা থেকে সাটারগান ও দুই রাউন্ড গুলিসহ তাকে আটক করে পুলিশ।
 
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, বস্তায় গাঁজা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একটি টহলদল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিজানের বস্তা তল্লাশি করে সাটারগান ও গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রটি রসুন ও ছাইয়ের বস্তার মধ্যে করে কুষ্টিয়ার চর এলাকা থেকে বাঘা হয়ে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন মিজানুর রহমান। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।