ঢাকা, বুধবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

জাতীয়

স্টার জলসা দেখতে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, ডিসেম্বর ২৪, ২০১৫
স্টার জলসা দেখতে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

গাজীপুর: গাজীপুরে স্টার জলসা চ্যানেল দেখতে না দেওয়ায় অভিমান করে মীম আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

মীম কালিয়াকৈর উপজেলার ভলুয়া এলাকায় গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুল আজিজ মিয়ার মেয়ে ও উপজেলার সিনাবহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে কালিয়াকৈর উপজেলার ভলুয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও নিহত ছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মীম ঘরে বসে টিভিতে স্টার জলসার একটি নাটক দেখছিল। এ সময় তার বাবা আজিজ মিয়া এসে টিভি বন্ধ করে দেন এবং মেয়েকে স্টার জলসা দেখতে নিষেধ করেন। এর কিছুক্ষণ পর মীম অভিমান করে ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।