ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে জাতীয় পার্টি নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
না.গঞ্জে জাতীয় পার্টি নেতা আটক ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে মো. ইরান (৪৮) নামে এক জাতীয় পার্টির নেতাকে আটক করেছে পুলিশ । শনিবার (২৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোস্তাফা বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে শহরের হাজীগঞ্জ এলাকা থেকে  ইরানকে আটক করা হয়। আটক ইরান ওই এলাকার  মৃত আহাদের ছেলে। এএসআই জানান, রাতে ইরানসহ ৭/৮ জন শহরের খানপুর এলাকার জুয়েলের বাড়িতে গিয়ে ভাঙচুর ও স্বপরিবারকে হত্যার হুমিক দেন।

ঘটনার পরপর জুয়েল স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে মধ্যরাতে ইরানকে আটক করে পুলিশ। আটক জুয়েলের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক এই প্রতিবেদককে বলেন, ইরান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা আছে।   

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।